ভাদুরিয়া ইউনিয়নের রুক চিড়ে বয়ে গেছে একটি মাত্র নদী। সেই নদীটির নাম হলো তুলশী গঙ্গা নদী। ৩ নং ওয়ার্ডের বাজিতপুর গ্রাম এর উপর দিয়ে প্রবাহিত এই নদীটি বর্ষায় তার পূর্ণ রূপে অবতির্ণ হয়,তবে শীত কালে এটি প্রায় শূকিয়ে যায়।
ভাদুরিয়া ইউনিয়নে কোন খাল নাই তবে অনেক বড় বড় পুকুর আছে।
১। সোনারের বিল।
২। দামের বিল।
৩। চামার পুকুর।
৪। পানিয়ার বিল।
৫। কাজলদিঘি।
৬। দামের বিল।
৭। বড় দামের বিল।
৮।উবারের বিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস